Saturday, 26 November 2016

Admin

পেইস এর ১৭ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন (২৩/০৬/২০১৬ বিকাল ৩ টায় কারমাইকেল কলেজে)



২৩/০৬/২০১৬ বিকাল ৩ টায় কারমাইকেল কলেজে পেইস এর কার্যকর সদস্যদের মাঠ পর্যায়ের কাজের উপর ভিওি করে কার্যকর কমিটি (PACE Effective Assembly -PEA) নির্বাচন করা হয় যার স্থায়ীত্বকাল ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

 পেইস এর অরগানোগ্রাম ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো নিম্নরুপঃ

১) পেইস নিরাপত্তা পরিষদ (PACE Security Council) ;
২) পেইস কার্যকর পরিষদ (PACE Effective Assembly);
৩) উপদেষ্টা পরিষদ ( PACE Adviser Panel);



পেইস যারা প্রতিষ্ঠা করছে শুধু তারাই নিরাপওা পরিষদের আজীবন সদস্য। এটি অপরিবর্তনযোগ্য এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এরা ইচ্ছা করলেই কার্যকর কমিটির উপর যে কোন পদক্ষেপ নিতে পারবে। সংগঠণের স্বার্থে ইচ্ছা করলেই সভাপতিকেও বহিষ্কার করার ক্ষমতা রাখে। এরা কার্যকর পরিষদের কাজ তদারক করবেন। অর্থাৎ ভেটো দেয়ার ক্ষমতা আছে।
এরা হলেনঃ
১)মোঃ আলমগির কবির;
২)মিরাজুল ইসলাম রাকিব;
৩)নাহেদুল ইসলাম নাইচ;
৪) মোঃ সাব্বির খাঁন সায়েম;

পেইস কার্যকর পরিষদঃ
১) সভাপতি- মনোয়ারা ইয়াসমিন তিথি;
২)সহ-সভাপতি - অভি;
৩)সাধারণ সম্পাদক - দেবশ্রি ভট্রাচার্য;
৪)সহ-সাধারণ সম্পাদক -এইচ এম আব্দুল কাদের
৫) সাংগঠনিক সম্পাদক - ডি এম ইমন মিয়াজী;
৬) নারী বিষয়ক সম্পাদিকা - বুশরা;
৭) অর্থ সম্পাদক / কোষাধ্যক্ষ - সাব্বির খাঁন সায়েম;
৮) শিক্ষা সম্পাদক - মিরাজুল ইসলাম রাকীব;
৯)তথ্য ও প্রচার সম্পাদক - নাহেদুল ইসলাম নাইচ;
১০) সদস্য সচিব - রিশাত আরকান ;
১১) স্কুল বিষয়ক সম্পাদক - মাহবুব মোরশেদ সীমান্ত;
১২)চিকিৎসা সম্পাদক - আলমগির কবীর;
১৩)সহকারী চিকিৎসা সম্পাদক - ওসমান গণি শাহীন
এছাড়াও কার্যকর কমিটির সদস্যঃ
১৪) মোঃ আব্দুল্লাহ আল মামুন;
১৫)খাদিমুল মুরছাালীন রিয়াদ;
১৭)ফেরদৌস হাসান ফাহিম;
খুব শীঘ্রই আমরা প্রায় ২০ বা ততোধিক পেইজ এর পেইস এর নিয়ম-নীতি প্রকাশ করতে যাচ্ছি।
উল্লেখ্য কেউ যদি নিজ থেকে অব্যহিত চায় তাহলে তাকে সভাপতি বরাবর এপ্লিকেশন লিখতে হবে। কমিটি তার বিষয়ে ভেবে দেখবে।

Subscribe to this Blog via Email :