মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
পথশিশুদের নিয়ে ব্যতিক্রমি আয়োজন
করেছে PACE
পথশিশুদের নিয়ে ব্যতিক্রমি আয়োজন
করেছে PACE
বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণমালা
প্রতিযোগিতা, মেডিকেল ক্যাম্পিং,
উন্নতমানের খাবার বিতরণ এবং
চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও
মুক্তিযুদ্ধের আলোকচিত্র দেখানো হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
অনুষ্ঠানটিতে যোগ দেন শিক্ষকরাও।
পরে পথ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ
করা হয়।
অনুষ্ঠানটিতে যোগ দেন শিক্ষকরাও।
পরে পথ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ
করা হয়।
এসময় অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন ও কাসফিয়া ইয়াসমিন ম্যাডাম ও
পিচ সংগঠনের অভি, ইমন, সাব্বির,রিশাদ, মৌ, বুশ্রা, তিথি, মেরাজ, তমাল,
সিফাত, নাইচ উপস্থিত ছিলেন।