Coppy কুড়িগ্রাম লাইভ.কম : আগস্ট 8, 2016
শাহিনুল ইসলাম লিটনঃ
গত বৃহস্পতিবার পেইস এর সদস্যরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অবিরাম, টিটমার দিকে কয়েকটি চর পরিদর্শন করে প্রায় ৩ শত পরিবারের মাঝে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করার পাশাপাশি শিশুদের মাঝে চকলেট ও পাউরুটি বিতরন করেন।
বিতরণ শেষে পেইস এর পরিচালকবৃন্দের পক্ষে পেইসেরর পরিচালক মোঃ লূৎফর রহমান বলেন দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়ার খরচ পেইচ দিবে এবং এলাকাবাসিকে আরো আসস্থ করে বলেন সন্তাদের লেখা-পড়ার খড়চের ব্যাপারে যেন এলাবাসী তার সাথে দেখা করে।
এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান (শাহীন) এবং তিনি বলেন বে-সরকারি এতো ছোট একটি প্রতিষ্ঠানের এতো বড় উদ্দ্যগ আমার অনেক ভাল লেগেছে।
শাহিনুল ইসলাম লিটনঃ
গত বৃহস্পতিবার পেইস এর সদস্যরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অবিরাম, টিটমার দিকে কয়েকটি চর পরিদর্শন করে প্রায় ৩ শত পরিবারের মাঝে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করার পাশাপাশি শিশুদের মাঝে চকলেট ও পাউরুটি বিতরন করেন।
বিতরণ শেষে পেইস এর পরিচালকবৃন্দের পক্ষে পেইসেরর পরিচালক মোঃ লূৎফর রহমান বলেন দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়ার খরচ পেইচ দিবে এবং এলাকাবাসিকে আরো আসস্থ করে বলেন সন্তাদের লেখা-পড়ার খড়চের ব্যাপারে যেন এলাবাসী তার সাথে দেখা করে।
এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান (শাহীন) এবং তিনি বলেন বে-সরকারি এতো ছোট একটি প্রতিষ্ঠানের এতো বড় উদ্দ্যগ আমার অনেক ভাল লেগেছে।