Thursday, 1 December 2016

Admin

অলাভজনক সংগঠন পেইসের ত্রাণ সামগ্রী বিতরন ।

 Coppy কুড়িগ্রাম লাইভ.কম : আগস্ট 8, 2016
শাহিনুল ইসলাম লিটনঃ
গত বৃহস্পতিবার পেইস এর সদস্যরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অবিরাম, টিটমার দিকে কয়েকটি চর পরিদর্শন করে প্রায় ৩ শত পরিবারের মাঝে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করার পাশাপাশি শিশুদের মাঝে চকলেট ও পাউরুটি বিতরন করেন।
 বিতরণ শেষে পেইস এর পরিচালকবৃন্দের পক্ষে পেইসেরর পরিচালক মোঃ লূৎফর রহমান বলেন দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়ার খরচ পেইচ দিবে এবং এলাকাবাসিকে আরো আসস্থ করে বলেন সন্তাদের লেখা-পড়ার খড়চের ব্যাপারে যেন এলাবাসী তার সাথে দেখা করে।
এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান (শাহীন) এবং তিনি বলেন বে-সরকারি এতো ছোট একটি প্রতিষ্ঠানের এতো বড় উদ্দ্যগ আমার অনেক ভাল লেগেছে।

Subscribe to this Blog via Email :