Saturday, 26 November 2016

Admin

আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদের আনন্দ টা ভালো ভাবে ছড়িয়ে দিতে পারবো।




আগামী কিছুদিনের মধ্য ‪#‎আলোর_পাঠশালা‬ স্কুল এর সকল বাচ্চাদের নিয়ে একসাথে ইফতার করা হবে এবং তাদের সবাইকে ঈদের জামা, প্যান্ট এবং জুতা দেওয়া হবে আর তাদের পরিবারকে ঈদের সেমাই, চিনি, দুধ ইত্যাদি দেওয়া হবে। সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।


 আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদের আনন্দ টা ভালো ভাবে ছড়িয়ে দিতে পারবো। আমাদের এবারের ঈদ উৎসব প্রোগ্রাম এর সহযোগিতাতে থাকছে United international university এর কিছু ভাইয়া এবং আপু।

Subscribe to this Blog via Email :